A Visit To Purulia

আমাদের সামাজিক প্রয়াস
ডে ড্রাইভ। 6th অক্টোবর রবিবার
🚙🚗🚔

পূজায় নতুন বস্ত্র, কিছু কিছু নিত্য প্রয়োজন সামগ্রী প্রদান ও একসাথে মধ্যাহ্ন ভোজ#

আমাদের ‘লং ড্রাইভ ফ্রম কলকাতা’-র বিভিন্ন গ্রুপ ইভেন্টের সাথে সাথে সাধ্যমত সামাজিক কাজ করার প্রতি আমরা সবসময় অঙ্গীকারবদ্ধ। LDFK-র ষষ্ঠ জন্মদিন উদযাপনের রেশ টেনে পরবর্তী সামাজিক কিছু সেবামূলক কাজের ছোঁয়া রাখতে এবারে আমাদের গন্তব্য পুরুলিয়া র কর্কটা গ্রাম (রাকাব ফরেস্ট )গহীন জঙ্গল।
শারদ উৎসবের প্রাক লগ্নে ওখানকার জনজাতি অংশের পিছিয়ে পড়া 400 জন মানুষদের (বৃদ্ধ, বৃদ্ধা, শিশু, মহিলা ) সাথে আমরা #ldfk পরিবার বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব ” শারদীয় উৎসব” এর আনন্দ ভাগ করে নিতে চাই। এই উদ্দেশ্য নিয়ে তাই একদিনের এই ড্রাইভ অনুষ্ঠান হবে আগামী 6 ই অক্টোবর রবিবার (6th অক্টোবর 2024)।
সকাল সকাল ড্রাইভ করে আমরা পৌঁছে যাবো, জঙ্গলের সেই সব প্রত্যন্ত অঞ্চলে যেখানে বাঙালীর এত বড় আনন্দ উৎসবের ছিটেফোঁটাও সহজে প্রবেশ করে না। নতুন জামাকাপড়, রসনা তৃপ্ত করা খাবার, উপহার, আলোর রোশনাই ইত্যাদি কোন কিছুই তাঁদের ভাগ্যে জোটে না ।
কিন্তু অন্যদিকে চলতে থাকে এই সব মানুষের জীবন জীবিকার সংগ্রাম। নতুন জামা কাপড় তো দূরে থাক, প্রতিদিনের পেটের জ্বালা মেটাতে কতই না কষ্ট করেন তারা। হয়তো প্রতিদিন ঠিকমতো দুবেলা-দুমুঠো অন্নও মুখে ওঠে না। তবুও তারা হাসিমুখেই এই কঠিন জীবনকে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ জানিয়ে লড়ে চলেছেন। উৎসবের দিনে এদের শুধুমাত্র করুন দৃষ্টিটুকুই যেন সম্বল। প্রতিদিনের চলার পথে এইরকম বহু মানুষের সাথে আমরা মুখোমুখি হই। ইচ্ছা থাকলেও তাদের কথা ভাববার সময় বা উপায় আমাদের কাছে থাকে না। কারণ আমরা সবাই নিজেদের জীবন ও পরিবার নিয়ে ব্যস্ত।
তবে এখন সময় এসেছে, আপনারা চাইলে তাদের জন্যে সামান্য কিছু করতে পারেন, আর সাথে তো রইলো পুরুলিয়া র গভীর জঙ্গলে “কনভয় ড্রাইভ” এডভেঞ্চারের করার সুযোগ । আর সেই সামাজিক কাজে আপনাদের সহযোগিতা করতে আমরা #LDFK পরিবার আপনাদের সাথে আছি।
LDFK-র সদস্যদের সাধ্যমত প্রচেষ্টায় সেদিন সেখানকার মানুষ, ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দেওয়া হবে তাদের প্রয়োজনীয় নতুন জামাকাপড় ও বেশ কিছু সামগ্রী।
নিজেদের আনন্দ যদি সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাথে ভাগ করে নিতে না পারলাম, তাহলে আর এত বড় পরিবার হয়ে আমরা কি করলাম! এই ভাবনাকে কে মাথায় রেখেই সকলকে স্বক্রিয় সাহায্য, ও সহযোগিতায় অংশগ্রহণ করার জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি। চলুন, আমাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র সামর্থ্য ও সদিচ্ছাগুলোকে একত্রিত করে যৌথভাবে সামাজিক ক্ষেত্রে একটি বড়ো ভূমিকা রাখি। মলিন মুখ গুলোতে উৎসবের হাসি ফুটিয়ে তুলি।
ড্রাইভিং আর বেড়ানোর পাশাপাশি আমাদের সকলের প্রিয় LDFK সবসময় এই বিষয়টি মাথায় রেখে চলেছে। সবাই সবার সাধ্য মত সাহায্যের হাত বাড়িয়ে দিলে একদিন আমরা আরো বৃহত্তর কর্মযজ্ঞেও সামিল হতে পারবো।

Share Box