বৃদ্ধাশ্রম এর করুন কাহিনী
গত রবিবার আমরা কয়েকজন গেছিলাম পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রাইন এলাকায় একটি বৃদ্ধাশ্রমে। যিনি দেখাশুনা করেন সেই অজয় বাবুর সঙ্গে কথা বলতে বলতে অনেক করুণ কাহিনী শুনলাম তার মধ্যে একটি আমি তুলে ধরতে চাই, ছেলে এসে মাকে রেখে গেছেন ভাল কথা। ওনার নাতি আছে। ছেলে যখন মাকে রেখে গেছেন প্রতিশ্রুতি দিয়ে গেছেন প্রতি মাসে দু একবার আসবেন নাতি র সাথে দেখা করাতে মাঝে মধ্যে বাড়িতে নিয়ে যাবেন, প্রথম প্রথম দু একবার এসেছেন ও মাকে বলেছেন নাতি কে দেখাতে বাড়িতে নিয়েও যাবেন কোনো এক দিন। এর পরে শুরু হল ছেলের অমানবিক ব্যবহার। অনেক দিন ছেলের সাথে যোগাযোগ হচ্ছে না, তাই সেই মা অজয় বাবু কে বললেন ফোনে যোগাযোগ করিয়ে দিতে।ছেলের সঙ্গে অনেক দিন দেখা হচ্ছে না ফোনে কথা ও হচ্ছে না, মা এর মন তাই উতলা হয়ে উঠছে। অজয় বাবু ফোনে চেষ্টা করলেন ওই ফোনে সুইচ অফ, ছেলে সিম চেঞ্জ করে নিয়েছেন। যাতে মা কোনোভাবেই আর যোগাযোগ করতে না পারেন। এই রকম আরও কিছু করুন কাহিনী আমরা শুনলাম ও মনটা ভারাক্রান্ত হয়ে গেল।আর আমরা ভাবলাম আমরাই শিক্ষিত মানুষ বলে নিজেদের বড়াই করি।
~ Sukhendu Chakraborty